Mastering Digital With Fahim

Refund Policy – Mastering Digital

ক্রয়ের আগে দয়া করে ভালোভাবে জেনে নিন – কারণ কোর্স ক্রয়ের পর রিফান্ড গ্রহণযোগ্য নয়।

আমাদের কোনো কোর্সেই কোনো রিফান্ড অপসন নেই ,ক্রয়ের আগে যা অবশ্যই করবেন

❶ আমার YouTube চ্যানেল ঘুরে দেখুন:
 “Mastering Digital with Fahim” – এখানে শতাধিক ফ্রি ভিডিও রয়েছে। আপনি আমার ব্যাকগ্রাউন্ড, শেখানোর ধরণ, রেজাল্ট, এবং বাস্তব কেস স্টাডি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
YouTube Link: https://www.youtube.com/@fahimulislamkhan

❷ বিনামূল্যের কন্টেন্ট দেখে ধারণা নিন:
ফ্রি ক্লাস দেখে আপনি বুঝতে পারবেন – কোর্স বা লাইভ ব্যাচটি আপনার জন্য উপযুক্ত কিনা।

❸ কোর্স Curriculum ভালোভাবে পড়ে সিদ্ধান্ত নিন:
 কোর্স কিনলেই আপনি রিসোর্স, রেকর্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিটি ও সাপোর্টে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবেন।
 তাই No Refund Policy সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

কেন Refund দেওয়া হয় না?

কারণ কোর্স এনরোল করার সাথে সাথেই আপনি পেয়ে যান —

  • Recorded ক্লাস

  • Live সেশন লিঙ্ক

  • ডাউনলোডেবল রিসোর্স

  • Private কমিউনিটি অ্যাক্সেস

  • টেমপ্লেট + Case Study

  • Support Session access

 এগুলো “ডিজিটাল প্রোডাক্ট”, একবার অ্যাক্সেস দিলে ফেরত নেওয়া সম্ভব নয়।
তাই কোনো অবস্থাতেই রিফান্ড দেয়া হবে না।

কোন ক্ষেত্রে রিফান্ড / ট্রান্সফার হতে পারে?

 পেমেন্ট ডাবল হয়ে গেলে (valid proof সহ)
 নতুন ব্যাচে একবারের জন্য সিট ট্রান্সফার (সিট থাকলে)

 তবে ক্রয় করার পর ভুল কোর্স কিনেছি / ইচ্ছে নেই / ব্যস্ত আছি –
এসব কারণে কোনোভাবেই রিফান্ড দেওয়া হবে না।

 

ক্রয় করে ফেললে এই নীতিমালা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য ধরে নেওয়া হবে।

তাই অনুগ্রহ করে ক্রয়ের আগে জেনে সিদ্ধান্ত নিন।

Support & Contact

 Email: founder@fahimulkhan.com
 WhatsApp/Messenger: Click Here
 Website: fahimulkhan.com | masteringdigital.net